কমপ্লেক্স হোমিও চিকিৎসা পদ্ধতি কি?
কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে মিশ্র আর হোমিও কথার অর্থ হচ্ছে সিমিলার বা সম। অর্থাৎ কমপ্লেক্স হোমিও কথার অর্থ হচ্ছে মিশ্র হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি।
একের অধিক হোমিও ঔষধ মিশিয়ে যে ঔষধ তৈরি করা হয় তাকে বলে কমপ্লেক্স হোমিও না কম্বিনেশন হোমিও পদ্ধতি। এখানেও সিমিলিয়া সিমিলিবাস কিউরিনটার similar similibus curentur অর্থাৎ সম সময়ং সময়তি যা বাংলা যে যে ঔষধের লক্ষণ রোগের লক্ষণ এর সাথে মিলে যায় তাকে আরোগ্য দান করে। কমপ্লেক্স হোমিওর ক্ষেত্রে complexia complementary curenter অর্থাৎ কমপ্লেক্স ওষুধগুলো পরিপূরকভাবে আরোগ্য দান করে।
কমপ্লেক্স হোমিওর ইতিহাসঃ
হোমিওপ্যাথির আবিষ্কারক ডাঃ হ্যানিম্যান (1755-1843) পরবর্তীতে Dr. Hans Powell ডাঃ হ্যান্স পাওয়েল (1844 -1885) কমপ্লেক্স হোমিও পদ্ধতি আবিষ্কার করেন। এরপর এই পদ্ধতি বিভিন্ন হোমিওপ্যাথি ঔষধের কোম্পানিগুলো গ্রহণ করে সারা বিশ্বে ছড়িয়ে দেন।
ডাঃ পাওেল,ডাঃ গুয়েন রিচার্ড (Dr. Guyon Richards), ডাঃ ইয়ান ম্যাককিনলে বার্ণস (Dr. Ian Mckinlay Burns), ডাঃ এস.এস. কুমটা (Dr. S.S. Kumta), ডাঃ এল. এম. ষ্ট্যানটন (Dr. L. M.Stanton) এমন কি ডাঃ পি শংকরণক, ডাঃ পি বানার্জি,ডাঃ টি কে বাগচি(Dr. T. K. Bagchi,) বর্তমানেও প্রচুর ডাক্তারকে এই নীতিতে চিকিৎসা করতে দেখা গেছে যেমন Dr. Farokh J. Master’s,Dr. P.S. Khokhar,Dr. R.N Ghosh,Dr. Prosad Banerjee,Dr. Neelkamal Burman,Dr Pronab Banerjee, আরও অনেকে সফল চিকিৎসা দিয়ে আসছে।
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আর কমপ্লেক্স হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য কি?
ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়, তাতে রোগীর সমস্ত লক্ষণ এর মিল হোক বা না হোক। কিন্তু কমপ্লেক্স হোমিওপ্যাথিতে একের অধিক হোমিওপ্যাথিক ঔষধ মিশ্রিত করে ব্যবহার করা হয় আর তাতে রোগীর সমস্ত লক্ষণকে মিলিয়ে ঔষধ ব্যবহার করা হয়।
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আর কমপ্লেক্স হোমিওপ্যাথির মধ্যে মিল কি?
এখানেও সিমিলিয়া সিমিলিবাস কিউরিনটার similar similibus curentur অর্থাৎ সম সময়ং সময়তি এই নীতি অনুসরণ করা হয়।
কমপ্লেক্স হোমিওর অর্গানন কি?
“Nature produces her own combinations and all animal life
feed on combinations of foods of various classes.
What is Medicine, nothing but a specialised feeding ?
The body is for certain elements; there is cell
hunger. Why keep strictly to the homoeopathic idea if sufferers
can be restored to health more quickly by the employment of
several remedies in one formula which will meet the hunger and
demands of entire organism ?
A fact to be kept in mind is the selective intelligence of
the cells; what a group of cells and a regulating chemistry of the
body mechanism required will be attracted and utilised under the
directing intelligence which governs the entire body.”
প্রকৃতি তার বিভিন্ন মিশ্রণে জীবদেহ গঠন করে।যেমন যেমন কোষের মিশ্রণে কলা কলার মিশ্রনে অঙ্গ অঙ্গের মিশ্রণে দেহ। এছাড়াও রক্ত মাংস অস্তি দিন মিশ্রণে দেহ তৈরি.। প্রকৃতি আমাদেরকে খাবার মিশ্র খাবার খাইয়ে আমাদের দেহের অভাব পূরণ করে.।ঔষধ ও একটি বিশেষ খাবার যা শরীরের ক্ষতিগ্রস্ত কোষ কলার অভাব পূরণ করে রোগ নিরাময় করে।
তাই একাধিক ঔষধই তার চাহিদা মেটাতে পারে, একটি ঔষধ না।
কমপ্লেক্স হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগের ক্ষেত্রে অপরিখিত ঔষধ ব্যবহার করা উচিত নয়। কেবলমাত্র যেগুলো পরীক্ষিত হয়েছে শেষ সমস্ত ঔষধ গুলিই প্রয়োগ করতে হবে।
কমপ্লেক্স হোমিওপ্যাথি কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে?
সাধারণত সঠিক লক্ষণে সঠিক ঔষধ যদি প্রয়োগ করা হয় তাহলে কমপ্লেক্স হোমিওপ্যাথি কোন বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু ভুল লক্ষণে ভুল ওষুধ প্রয়োগ করলে পার্শ্ব প্রতিক্রিয়া ক্লাসিকাল হোমিওপ্যাথির মত রয়েছে।
কমপ্লেক্স হোমিও কেবলমাত্র রোগীকে আরাম দেয় সম্পূর্ণ আরোগ্য দান করে কি?
ডাক্তার পাওয়েল তার “গ্রুপ রেমেডি প্রেসক্রাইবার” বইয়ে প্রচুর রোগী লিপি নথিভুক্ত করেছেন যারা সম্পূর্ণ বিভিন্ন রোগে আরোগ্য লাভ করেছে। ডক্টর পি ব্যানার্জিও ও অন্যান্য ডাক্তাররাও এই পদ্ধতি ব্যবহার করে প্রচুর জটিল রোগীর রোগ সম্পূর্ণরূপে আরোগ্য দান করেছে।
তাই এই কথা সম্পূর্ণ মিথ্যা যে কমপ্লেক্স হোমিওপ্যাথি কেবলমাত্র রোগীকে আরাম দেয় সম্পূর্ণ আরোগ্য দান করতে ব্যর্থ।
1900 খ্রীস্টাব্দে নিউ ইয়োর্কে তৈরি একটা কমপ্লেক্স হোমিও ঔষধ।
ইউনাইটেড স্টেট অব আমেরিকায় তৈরি কমপ্লেক্স হোমিও।
জার্মানি কমপ্লেক্স হোমিও ঔষধ
ভারতীয় কমপ্লেক্স হোমিও