বিভিন্ন রোগের চিকিৎসা করতে গিয়ে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা জেনে থাকি ,তারমধ্যে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। যার মাধ্যমে প্রায় সমস্ত রোগের চিকিৎসা করা হয় এবং এই চিকিৎসা পদ্ধতি সর্বজনগ্রাহ্য চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি ।এই চিকিৎসা পদ্ধতিতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই ।এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে আমাদের জীবদেহের কোষকলার ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি ।বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি বারোটি ধাতব লবণ বা বায়োকেমিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এছাড়াও এই সমস্ত বায়োকেমিক ওষুধ দ্বারা 28 টি বায়োকম্বিনেশন ঔষধ তৈরি করা হয়েছে যেগুলি 28 টি ধরনের রোগের ক্ষেত্রে খুবই উপকারী ।আর এই 28 টি রোগ আমাদের প্রায়ই হয়ে থাকে। এগুলি বায়োকেমিক ঔষধের মিশ্রণে তৈরি তাই বায়োকম্বিনেশন বায়োপ্লাজেন নামে পরিচিত নিচে বায়োকম্বিনেশন বায়োপ্লাসজেন ঔষধের নাম কাজ আর কি কি বায়োকেমিক ওষুধ দিয়ে তৈরি তার তালিকা দেওয়া হল ।আপনারা এই কম্বিনেশন ওষুধ ব্যবহার করবেন তাতে উপকার পাবেন।

বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি কি?

বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক হচ্ছে  জার্মানি বিজ্ঞানী তথা ডাক্তার সুশীলা । বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে আমাদের শরীরে কোষ কলা বারোটি ধাতব লবণ বা অজৈব লবণ দিয়ে তৈরি।শরীরে এই সমস্ত ধাতব লবণ বা অজৈব লবণ এর যদি ঘাটতি হয় তখন শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়। আর এই সমস্ত লবণ দ্বারা যদি ঘাটতি হওয়া লবণের অভাব মেটানো হয় তখন সে ব্যাক্তি রোগমুক্ত। এই বারোটি লবণ বা অজৈব লবণের হচ্ছে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি বারোটি বায়োকেমিক ঔষধ। এগুলি আবার টিস্যু রেমিডিস নামে পরিচিত। এগুলি হলঃ

১। ক্যালকেরিয়া ফ্লোর ২।ক্যালকেরিয়া ফস ৩। ক্যালকেরিয়া সালফ.৪।ফেরাম ফস ৫। ক্যালি মিউর ৬।ক্যালি ফস ৭।ক্যালি সালফ ৮।ম্যাগ ফস  ৯। নেট্রাম মিউর ১০।নেট্রাম ফস.১১।নেট্রাম সালফ ১২। সাইলিশিয়া

বায়োকম্বিনেশন বায়োপ্লাসজেন মেডিসিন কি?

মানবদেহে কোষকলার বারোটি অজৈব লবণ বা বারোটি ধাতব লবণের অভাবে যেহেতু রোগ সৃষ্টি হয়ে থাকে তাই কোন কোন সময় এই 12 টি ঔষধ এর মধ্যে কোন সময় একটি লবণের অভাব হতে পারে অথবা একাধিক ধাতব লবণের অভাব হতে পারে তাই কোন কোন ক্ষেত্রে একাধিক ধাতব লবণ বা একাধিক বায়োকেমিক ঔষধ ব্যবহার করা হয়। বিভিন্ন রোগের ক্ষেত্রে একাধিক বায়োকেমিক ঔষধের মিশনে যে 28 টি রোগের 28 টি ঔষধ তৈরি করা হয়েছে এইগুলো বায়োকম্বিনেশন ঔষধ বায়োপ্লাজেন নামে পরিচিত। এগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে বিশেষভাবে স্পেসিফিকভাবে তৈরি করা হয়েছে।

২৮টি বায়ােকেমিক কম্বিনেশন ট্যাবলেট এর নাম ও কাজঃ

Bio combination 1 (BC1) Bioplasgen 1

রক্তাল্পতাঃ এনিমিয়া কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালসিয়াম ফস, ফেরাম ফস, ক্যালি ফস, ন্যাট মিউর।

কাজঃ রক্তাল্পতা ও শরীরের যে কোন অংশ থেকে অনবরত রক্তক্ষয়, সাধারণ টিসুর ক্ষতি,ত্বকের চটচটে ভাব, কম্পন এবং দূর্বলতা। খাওয়ার হজম না হওয়ায় রক্ত তৈরীতে ঘাটতি। ক্রমাগত মানসিক চাপের ফলে মস্তিষ্কে রক্তাল্পতা।

Bio combination 2 (BC2)

Bioplasgen 2

হাঁপানী এজমা কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালি ফ্স, ম্যাগনেসিয়াম ফস, ন্যাটা মিউর, ন্যাট সালফ

কাজঃ হাঁপানী কফজনিত হাঁপানীর সাথে হলদে কফ, সন্ধ্যের পর গরম ঘরে অধিকতর অসুস্থ বােধ, ঠান্ডা পরিবেশ আরামদায়ক, স্নায়ুজনিত হাঁপানীর সাথে কাশি, অনিয়মিত পালস, হাঁপানীর সাথে অস্বস্তিকর পেশী সঙ্কোচন।

Bio combination 3 (BC3)

Bioplasgen 3

পেটে ব্যাথা কলিক কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ম্যাগনেসিয়াম ফস, ক্যালসিয়াম ফস,ন্যাট সালফ, ফেরাম ফস।

কাজঃ পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের কারণে অন্ত্রে ব্লকেজ হওয়াতে শিশু এবংবয়স্কদের মধ্যে কলিক রােগ। কলিকের ব্যাথা যার জন্য শিশুরা, বিশেষ করে দাঁত ওঠার সময়, পা দুটিকে পেট ও বুকের দিকে টানে।

Bio combination 4 (BC4)

Bioplasgen 4

কোষ্টকাঠিন্য কন্সটিপেশন কম্বিনেশন 

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালসিয়াম ফ্লোর, কালি মিউর, সাইলিসিয়া,ন্যাট্ মিউর

কাজঃ কোষ্টকাঠিন্যঃ কোন স্পষ্ট লক্ষণ ছাড়া,শুকনাে, শক্ত ও কালাে মল, মাথা ব্যাথা, মুখে বিস্বাদ ভাব, নিঃশ্বাসে দূর্গন্ধ।

 

Bio combination 5 (BC5)

Bioplasgen 5

কোরাইজা সর্দির কম্বিনেশন 

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ফেরাম ফস্, ক্যালি মুর, ন্যাট মিউর,ক্যালি সালফ

কাজঃ কোরাইজাঃ অনবরত নাক দিয়ে ঘন,সাদা জল পড়া এবং কফ নালী থেকে শ্লেষ্ম পর্দায় ইরিটেশন এবং ফোলার | ফলে ঘন, সাদা কফ পড়া, হাঁচি, মাথা ব্যথা, জ্বর এবং জিভের উপর সাদা আচ্ছাদন।

 

Bio combination 6 (BC6)

Bioplasgen 6

সর্দি-কাশি কম্বিনেশন 

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ফেরাম ফস, ক্যালি মুর, ম্যাগনেসিয়াম ফস, ন্যাট মিউর, ন্যাট সালফ

কাজঃ সর্দিকাশি, কঠিন সর্দি-কাশি, মাথায় ঠান্ডা লাগা, যন্ত্রনাদায়ক শ্বাস-প্রশ্বাস,

বুকে ব্যথা, কফজনিত কাশি, ঘড়ঘড়ে, ফাপা কাশি।

Bio combination 7 (BC7)

Bioplasgen 7

সুগার ডা্যাবেটিস মেহরোগ কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালসিয়াম ফস, ফেরাম ফস, ক্যালি ফস, ন্যাট ফস, ন্যাট সালফ

কাজঃ মেহরােগ ও দীর্ঘস্থায়ী লিভারের গােলযােগ, ঘাড়ে ব্যথা, শুষ্ক ঠোঁট,অনিদ্রা। গ্লুকোজের দ্বারা এই ধরনের রােগীদের অবস্থায় উন্নতি সম্ভব। মেহরােগের কারণে বিঘ্নিত কিডনি ও স্নায়ুর কার্যকলাপে উন্নতি।

Bio combination 8 (BC8)

Bioplasgen 8

উদরাময় ডায়েরিয়া কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালসিয়াম ফস, ফেরাম ফস, ক্যালি ফস,ক্যালি সালফ, ন্যাট সালফ

কাজঃ ডাইরিয়া ও চর্বিযুক্ত ও মশলাদার খাদ্য খাওয়ার ফলে জিভের উপর সাদা আচ্ছাদন পড়েযাওয়া, পাতলা জলের মত মল, বদহজম, জলতেষ্টা পাওয়া ইত্যাদি।

Bio combination 9 (BC9)

Bioplasgen 9

আমাশয় কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ফেরাম ফস্, ক্যালি মুর, ক্যালি ফস,ম্যাগনেসিয়াম ফস

কাজঃ আমাশাঃ পেট কামড়ানাে, মলের সাথে শ্লেষ্মা ও রক্ত পড়া এবং বারবার পেট খালি করার প্রবণতা।

Bio combination 10 (BC10)

Bioplasgen 10

বর্ধিতটনসিল কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ক্যালসিয়াম ফস্, ফেরাম ফস্, ক্যালি ম্যুর

কাজঃ বর্ধিতটনসিলঃ টনসিল ফোলা, জর, পিঠে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা,জিভে সাদা স্তর পড়া, নিঃশ্বাসে দুর্গন্ধ এবং ক্ষুধামন্দা।।

 

Bio combination 11 (BC11)

Bioplasgen 11

জ্বর কম্বিনেশন

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ফেরাম ফস, ক্যালি মুর, ক্যালি সালফ,ন্যাট ম্যুর,ন্যাট সালফ

কাজঃ সব ধরণের জ্বর, প্রদাহজনক রােগের প্রথম স্তর,হঠাৎ ফুলে যাওয়া ফুসফুস, আবরক ঝিল্লীতে প্রদাহ এবং প্রদাহ জনক পীড়া।

Bio combination 12 (BC12)

Bioplasgen 12

বায়োকম্বিনেশন 12 মাথা ব্যাথা যন্ত্রণা কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ

ফেরাম ফস, নেট্রাম মিউর, ক্যালি ফস ,ম্যাগনেসিয়াম ফস। 

কাজঃ মাথা ধরা মাথায় অস্বাভাবিক দ্রুতগতিতে রক্ত সঞ্চালনের ফলে মাথা যন্ত্রণা ।অনিদ্রা অথবা লিভারে দুর্বলতা সন্ধ্যার পর বদ্ধ ঘরে মাথা যন্ত্রণা বাড়াবাড়ি হয় ।মুক্ত বাতাসে মাথা যন্ত্রণায় আরাম এই ধরনের লক্ষণে এই ওষুধটি কাজ করে।

Bio combination 13 (BC13)

Bioplasgen 13

বায়োকম্বিনেশন 13 সাদাস্রাব কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃক্যালসিয়াম ফসফেট ক্যালি সালফ ক্যালি ফস নেট্রাম মিউর ।

কাজঃ সাদাস্রাবের কম্বিনেশন বয়সন্ধিকালে গর্ভবতী অবস্থায় এবং পরিণত অবস্থা সন্ধিকালে যৌবনে দুর্বলতা যেকোন কারণে সাদাস্রাব এর জন্য এই ওষুধটি খুবই উপকারী।

Bio combination 14 (BC14)

Bioplasgen 14

 বায়োকম্বিনেশন 14 হাম কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃফেরাম ফস ক্যালি মিউর কালী সলফ

কাজঃ হামের ক্ষেত্রে যদি নাক থেকে জল পড়ে হাঁচি হয় ছলছল চোখ দিয়ে জল বের হয় জ্বর হয় ইত্যাদির ক্ষেত্রে এটি খুবই উপকারী।

Bio combination 15 (BC15)

Bioplasgen 15

 বায়োকম্বিনেশন 15 মাসিকের সমস্যার জন্য কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালসিয়াম ফসফেট ফেরাম ফস ক্যালি ফস ক্যালি সালফ ম্যাগনেসিয়াম ফস 

কাজঃ অনিয়মিত ঋতুস্রাব বেদনাদায়ক ঋতুস্রাব যেটা ডিসমেনোরিয়া বা বাধক বেদনা বলা হয় তার জন্য বয়স্ক মহিলাদের দেরিতে ও অল্প পরিমাণ স্বল্প পরিমাণ ঋতুস্রাব হওয়া মাঝ বয়সী মহিলাদের প্রচুর পরিমাণে এবং দীর্ঘদিন ধরে ঋতুস্রাব চলা ইত্যাদি মাসিক ঋতুস্রাবের সমস্যার জন্য একটি খুবই উপকারী।

Bio combination 16 (BC16)

Bioplasgen 16

 বায়োকম্বিনেশন 16 স্নায়ুর কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালসিয়াম ফস ফেরাম ফস ক্যালি ফস ম্যাগনেসিয়াম ফস ন্যাট্রম মিউর

কাজঃ নার্ভের যে কোন অসুখের জন্য উপকারী হার্টের দুর্বলতা অনিদ্রা পাকস্থলী এবং স্নায়ু দুর্বলতা স্নায়ুর ক্লান্তি এবং যে কোনো কারণবশত ক্লান্তি অনুভব ডিপ্রেশন ঘুম কম হওয়া অবসাদ মানসিক চাপ ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি খুবই উপকারী।

Bio combination 17 (BC17)

Bioplasgen 17

 বায়োকম্বিনেশন 17 অর্শের কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালকেরিয়া ফ্লোর ক্যালি ফস ফেরাম ফস ক্যালি মিউর

কাজঃ এটা অর্শ বা পাইলস কম্বিনেশন সমস্ত রকমের অর্শের জন্য খুবই উপকারী অসহ্য যন্ত্রণা সাথে বাহ্যিক আর ভিতরের অর্শের জন্য উপকারী। ব্যথাহীন ওর সাথে যদি রক্ত বের হয় সেই অর্শেও উপকারী।

Bio combination 18 (BC18)

Bioplasgen 18

 বায়োকম্বিনেশন 18 পায়োরিয়া কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালকেরিয়া ফ্লোর ক্যালসিয়াম সালফ সাইলেসিয়া

কাজঃ মাড়ি ফুলে যাওয়া জ্বালা করা স্পঞ্জের মত হয়ে যাওয়া সহজে রক্ত বেরোনো মাড়িতে পুঁজ এবং নিঃশ্বাসে দুর্গন্ধ ক্ষেত্রে একটি উপকারী।

Bio combination 19 (BC19)

Bioplasgen 19

বাতের জন্য কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ফেরাম ফস ম্যাগনেসিয়াম ফস কালী সালফ নেট্রাম সালফ  

কাজঃ যেকোনো ধরনের বাতের জন্য হাত এবং পায়ের গিটে ব্যথা রাতের বেলা এই ব্যথা বেশি হয় জ্বর কোমরে ব্যথা কোটিবাত   মাংসপেশির বাত ইত্যাদির ক্ষেত্রে উপকারী’।

Bio combination 20 (BC20)

Bioplasgen 20

 বায়োকম্বিনেশন ২০ চর্মরোগ কম্ববিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া সালফ ক্যালি সালফ নেট্রাম মিউর ন্যাট্রাম সালফ

কাজঃ যেকোনো চামড়ার রোগের জন্য কম্বিনেশন যেকোনো চামড়ার রোগে গর্ভাশয় সম্বন্ধীয় গোলযোগের কারণে চর্মরোগ গোটা মাথার চামড়ার শুষ্কতা এবং শিশুদের ত্বকের শুষ্কতা এছাড়া বয়স্কদের শরীরের যে কোন অংশের চামড়া শুষ্কতা ও শক্ত আবরণ এর জন্য।

Bio combination 21 (BC21)

Bioplasgen 21

বায়োকম্বিনেশন 21 দাঁত ওঠা সমস্যার জন্য কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালসিয়াম ফেরাম ফস 

কাজঃ দাঁত ওঠার সময় শিশুদের কান্না এই ঔষধগুলি প্রয়োজনীয় লবণ সরবরাহ করে বাচ্চাদের দাঁত গজাতে সাহায্য করে খুদা মন্দের সমস্যার উন্নতি হয় এবং হজম ভালো হয় এটি বাচ্চাদের সঠিকভাবে দাঁত উঠতে সাহায্য করে এবং ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রবণতা দূর করে।

Bio combination 22 (BC22)

Bioplasgen 22

 বায়োকম্বিনেশন 22 গলগন্ড রোগের কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃক্যালকেরিয়া ফস ফেরাম ফস ক্যালি মিউর সাইলেসিয়া

কাজঃ বড় হয়ে যাওয়া ইত্যাদি গলগন্ডের সমস্ত রকম সমস্যার জন্য এই ঔষধ উপকারী।

Bio combination 23 (BC23)

Bioplasgen 23

 বায়োকম্বিনেশন 23 দাঁতের ব্যথার কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ফেরাম ফস ম্যাগনেসিয়াম ফস ক্যালকেরিয়া ফ্লোর

কাজঃ দন্তশূল এর ক্ষেত্রে উপযোগী স্নায়ু সম্বন্ধীয় দাঁতের যন্ত্রণা বিশেষভাবে উপকারী।

Bio combination 24 (BC24)

Bioplasgen 24

 বায়োকম্বিনেশন 24 স্নায়ু ও মস্তিষ্কের টনিক কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ক্যালকেরিয়া ফস ফেরাম ফস ক্যালি ফস ম্যাগনেসিয়াম ফস নেট্রাম ফস

কাজঃ স্নায়ু ও মস্তিষ্কের টনিক দীর্ঘদিন রক্তশূন্যতা ধীরে ধীরে ক্ষয়রোগের উপযোগী অল্প বয়সের জন্য সাধারণ দুর্বলতা হয় বা জীবনীশক্তির অভাবে এটা প্রয়োজনীয় অধিক বাচ্চা প্রসবের দুর্বলতা মহিলাদের উপযোগী।

Bio combination 25 (BC25)

Bioplasgen 25

 বায়োকম্বিনেশন 25 অম্বল গ্যাস কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ নেট্রাম ফস নেট্রাম সালফ সাইলেসিয়া

 কাজঃ অম্বল পেট ফাঁপা কম্বিনেশন অম্বল গ্যাস বদহজম ভাব পেট ভার হওয়া বমি হওয়া মাথাব্যথা জন্ডিস পেট ফোলা শূলবেদনা গ্যাসে পেটে যন্ত্রণা ক্ষেত্রে উপকারী।

Bio combination 26 (BC26)

Bioplasgen 26

 বায়োকম্বিনেশন 26 সহজে সন্তান প্রসব কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ম্যাগনেসিয়াম ফস ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ক্যালি ফস  

কাজঃ গর্ভবতী অবস্থায় এটি খাওয়ার ফলে লিভারের ব্যথা মায়ের সাধারণ স্বাস্থ্যের উন্নতি বাচ্চার গঠনের সহায়ক এমনকি গর্ভপাত রোধে সাহায্যকারী । এটি খেলে বাচ্চা ও মায়ের  স্বাস্থ্য সুন্দর হয় অটুট হয় ক্যালসিয়ামের অভাব আর রক্তাল্পতা দূর হয়.।

Bio combination 27 (BC27)

Bioplasgen 27

 বায়োকম্বিনেশন 27 জীবনে শক্তির অভাব কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ নেট্রাম মিউর ক্যালি ফস ক্যালকেরিয়া ফস

কাজঃ কাঁপুনি দুর্বলতা সতেজতার অভাব যৌন দুর্বলতা দূর করার জন্য ইত্যাদি সমস্যা সামগ্রিক শারীরিক প্রাণশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে ঔষধ।

Bio combination 28 (BC28)

Bioplasgen 28

 বায়োকম্বিনেশন 28 সাধারণ টনিক কম্বিনেশনঃ

কম্পজিশনঃ যে বায়োকেমিক ঔষধ মেশানো আছে সেগুলি হলঃ ১২টি বায়োকেমিক মেডিসিন 

কাজঃ এই ঔষধের মাধ্যমে মানব শরীরের বারোটি টিস্যুর সমস্যার সমাধান করা যায় বারোটি যে ধাতব লবণ রয়েছে তার অভাব দূর করতে সাহায্য করে এই ওষুধ ক্ষয়রোগ তার ফলে দুর্বলতা ডায়রিয়া রোগের জন্য উপকারী দুর্বল এবং বৃদ্ধ লোকের  দুর্বলতা দূর করতে সাহায্য করে শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে এই ওষুধ  সাধারণ কিসে ব্যবহার করা যায়।

উপরের বর্ণিত ২৮টি ঔষধের ডোজ বা মাত্রা ঔষধ খাওয়ার নিয়মঃ বড়রা চারটি করে আর ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খেতে পারে চুসে জলসহ।

এই বিষয়ে ডাঃ রাজা সেখ (মুহাম্মদ রাযা কাদেরী) এর বিস্তারিত ভিডিওঃ

Dr. Raja Sk

(Muhammad Raza Qadri)

D.M.B.S,B.M.B.S,F.W.T&P.E.T (Kolkata)

 

ঔষধ ভারতের যেকোন স্থানে ডেলিভারি করা হয় কিনুনঃ এখানে কিল্ক করে